1. admin@deshbarta.news : admin :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

পাবনায় এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উদযাপন শুরু

দেশ বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৯ বার পঠিত

পাবনা :-বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ২৫ বছর পুর্তিতে রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

চারদিনব্যাপী অনুষ্ঠানের তৃতীয় দিন বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

শোভাযাত্রাটি ক্যাস্পাসের নিজ বিভাগের সামনে থেকে বের হয়ে শহরের শহীদ চত্বর থেকে ঘুরে ক্যাম্পাসের প্রশাসনিক ভবন চত্বরের শহীদ আব্দুস ছাত্তার মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার আকর্ষণ ছিল হাতি, ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি, বাজনার দল ও নানা রকম ব্যানার।

শোভাযাত্রা শেষে ক্যাম্পাস মাঠে শিক্ষার্থীদের পরিবেশনায় ফ্লাস মব, শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা হয়।

উৎসবের আহ্বায়ক বিভাগীয় প্রধান প্রফেসর ড.এ কে এম শওকত আলী খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুল আওয়াল মিয়া।

আলোচনা সভায় বক্তব্য দেন উপাধ্যক্ষ মো. আব্দুল আওয়াল, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. মাহাবুব হাসানসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনা সভার শুরুতেই জাতীয় সঙ্গীত ও জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রাক্তন নবীন প্রবীণ শিক্ষক শিক্ষার্থীদের আগমনে উৎসবমুখর হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস। উৎসবের প্রথম দিন থেকে শুরু হয়েছে উদ্যোক্তা মেলা। প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার (১৭ জানুয়ারি) উৎসবের শেষদিন সন্ধ্যায় দেশের খ্যাতিমান শিল্পীদের পরিবেশনায় থাকছে উন্মুক্ত কনসার্ট।

১৮৯৮ সালে স্থাপিত সরকারি এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু ১৯৯৯ সালে। ২৪টি ব্যাচের শিক্ষার্থীরা এরই মধ্যে শিক্ষা কাল শেষ করেছেন। বর্তমানে শিক্ষার্থী রয়েছেন প্রায় ১৮শ। এ অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করেছেন সাড়ে ১৩শ শিক্ষার্থী।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর