বাণিজ্য ডেস্কঃ চলতি বছরের নভেম্বরের প্রথম ১৫ দিনে প্রবাসী আয়ের প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫২৩ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
গতকার রবিবার বাংলাদেশ ব্যাংক (বিবি) প্রকাশিত সর্বশেষ তথ্য থেকে এ তথ্য জানা গেছে। গত বছরের একই সময়ে প্রবাসী আয়ের প্রবাহ ছিল ১ হাজার ২৩৭ মিলিয়ন ডলার।
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত প্রবাসীরা ১১ হাজার ৬৭২ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১০ হাজার ১৭৫ মিলিয়ন ডলার।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472