
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: স্ত্রীকে নিয়ে কুয়াকাটা থেকে ফেরার পথে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় স্বর্ণ ব্যবসায়ী মোটরসাইকেল চালক স্বামী নিহত হয়েছে। এ সময় তার স্ত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার আউলিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নবীন হালদার (৩৫) বরিশালের উজিরপুর উপজেলার পীরের পাড় এলাকার নিগম হালদারের ছেলে। নবীন ঢাকায় স্বর্ন ব্যবসায়ী বলে জানিয়েছেন পটুয়াখালীর লেবুখালী মহাসড়ক পুলিশ ক্যাম্পের এসআই মো. শাহাদাত।
তিনি জানান, মোটর সাইকেলে স্ত্রীকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে যায় নবীন হালদার। সেখান থেকে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর দত্তপাড়া এলাকায় পৌছুলে কুয়াকাটাগামী একটি ট্রাক মোটর সাইকেল চাপা দেয়। এতে স্বামী ও স্ত্রী দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক নবীনকে মৃত ঘোষনা করেছেন। আহত স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসআই শাহাদাত আরো বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়েছে। পরিবার সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

