শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী ও কলেজ শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৫২ বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগ দিয়েছেন।
বুধবার বেলা ১১টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।
৫২ জনের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আছেন- হাজী আফতাব উদ্দিন, মো. আলাউদ্দিন, আফাজ উদ্দিন সরকার, কফিল উদ্দিন, মফিজ উদ্দিন আহমেদ, হাবিবুর রহমান ও আমিনুল হক। অন্যদের মধ্যে আছেন ব্যবসায়ী হুমায়ুন সরকার, শ্রীপুর সরকারি কলেজের শিক্ষক সেলিম মোল্লা, অধ্যাপক আব্দুল হান্নান শেখ।
তাদের যোগদান উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সঞ্চালনা করেন সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবিরসহ অন্যরা।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472