
মাসুদ মৃধা স্টাফ রিপোর্টার :
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৮/১২/২০২৫ রোজ সোমবার সকাল থেকে দক্ষিণ কেরানীগঞ্জ ৮ নং ওয়ার্ড নোয়াদ্দা নদীর পাড় সংলগ্নে কোন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জনির উদ্যোগে এ আয়োজন করা হয়। মাহফিলে কোরআন তিলাওয়াত, মিলাদ, বিশেষ মোনাজাত এবং সম্পূর্ণ কোরআন শরীফ খতমের ব্যবস্থা করা হয়। এই সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর সুস্থতা জাতির প্রয়োজন। নেতাকর্মীরা সমস্ত দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়ার আহ্বান জানান।এই সময় উপস্থিত ছিলেন হাজী মুহাম্মদ শাহিন সভাপতি দক্ষিণ কেরানীগঞ্জ থানা শ্রমিক দল ও আসাদুর রহমান সোহেল সাধারণ সম্পাদক দক্ষিণ কেরানীগঞ্জ থানা শ্রমিক দল। আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম দিপু সভাপতি কোন্ডা ইউনিয়ন শ্রমিক দল। মিলাদে অংশগ্রহণ করেন এলাকার মুরুব্বীগণ ও শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।জহিরুল ইসলাম জনি বলেন,বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের সংগ্রামের প্রতীক। তার অসুস্থতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তাই আজ আমরা সবাই একসঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করেছি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন। নেতাকর্মীদের মধ্যে আজ যে অনুভূতি দেখেছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।”

