
ডেস্ক নিউজঃ বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের বিষয়ে দূতাবাসের মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা বন্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া সিদ্ধান্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী উদ্যোগ নেবে ঢাকা। দূতাবাসের মাধ্যমে খোঁজ খবর নেয়া হচ্ছে।
এর আগে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্তের কথা জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, ‘পররাষ্ট্র দপ্তর ৭৫টি দেশের ইমিগ্র্যান্ট ভিসাপ্রক্রিয়া স্থগিত করবে, যেসব দেশের অভিবাসীরা আমেরিকান জনগণের কাছ থেকে অগ্রহণযোগ্য হারে কল্যাণমূলক সুবিধা নিয়ে থাকেন। নতুন অভিবাসীরা আমেরিকান জনগণের কাছ থেকে সম্পদ বের করে নেবেন না, এটা যত দিন পর্যন্ত যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে না পারবে, তত দিন পর্যন্ত এই স্থগিত অবস্থা বহাল থাকবে।’
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472