
বিশেষ প্রতিবেদকঃ মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পাঞ্জেরী পত্রিকার সম্পাদক ও ডিইউজের কার্যনির্বাহী সদস্য তালুকদার রুমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন।

সংবর্ধনার মূল উদ্দেশ্য ছিল—
*মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে তালুকদার রুমীর দায়িত্ব গ্রহণ।
*দৈনিক পাঞ্জেরীর নির্বাহী সম্পাদক থেকে সম্পাদক পদে উন্নীত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা।
*ডিইউজে পুনরায় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় সম্মাননা।
*একই সাথে মিরপুর প্রেসক্লাবের নতুন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে এস এম বদরুল আলমকে ফুল দিয়ে স্বাগত জানানো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এস এম ইসলাম উকিল, সাংগঠনিক সম্পাদক এসএম নিপু, ‘দ্য মেসেজ টুডে’-এর সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল সিকদার, প্রচার সম্পাদক মনজুর আলম, সহ-সম্পাদক জাকির হোসেন মোল্লা, দপ্তর সম্পাদক এমএ গাফফার, সহ-অর্থ সম্পাদক এমএ মালেক, যুগ্ম সম্পাদক আসিফ মল্লিক, অবশ্য আরিফুজ্জামান, সদস্য সুরুজ্জামান, আখতারুজ্জামান, খলিলুর রহমান সহ প্রেসক্লাবের অসংখ্য সদস্য ও নেতৃবৃন্দ।
প্রধান উপদেষ্টা হিসাবে তালুকদার রুমীর বক্তব্য:
“মিরপুর প্রেসক্লাব সাংবাদিকতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। প্রধান উপদেষ্টা হিসেবে আমার প্রথম লক্ষ্য হবে—এই প্রেসক্লাবকে আরও আধুনিক, স্বচ্ছ ও পেশাদার রূপে গড়ে তোলা। তরুণ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরি করতে আমি কাজ করে যাবো।”
এস এম বদরুল আলম (ভারপ্রাপ্ত সভাপতি) এর বক্তব্য:
“আমাদের প্রেসক্লাব আগামী দিনে এমনভাবে গড়ে উঠবে, যেখানে প্রতিটি সদস্য নিজেকে গর্বিত মনে করবেন। সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বই হবে আমাদের মূল শক্তি। সকলের সহযোগিতায় আমরা মিরপুর প্রেসক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।”
এস এম ইসলাম উকিল (সিনিয়র সহ-সভাপতি) এর বক্তব্য:
“মিরপুর প্রেসক্লাব এখন পরিবর্তনের পথে। নতুন কমিটি, নতুন দায়িত্ব আর যোগ্য নেতৃত্ব মিলে যে রূপকাঠামো তৈরি হচ্ছে, তা আগামী দিনে মিরপুরের সাংবাদিক সমাজকে একটি শক্ত অবস্থানে দাঁড় করাবে। আমরা ঐক্যবদ্ধ থাকলে বড় অর্জন সম্ভব।”
মোঃ শিহাব উদ্দিন (সাধারণ সম্পাদক) এর বক্তব্য:
“এই প্রেসক্লাব হবে সাংবাদিকদের নিরাপদ, প্রগতিশীল ও পেশাদার কর্মক্ষেত্র। আমরা প্রযুক্তিনির্ভর কার্যক্রম, প্রশিক্ষণ এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় আরও দৃঢ় ভূমিকা পালন করব। মিরপুর প্রেসক্লাবকে নতুন আঙ্গিকে সামনে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
একই সাথে সামনের দিনগুলোতে মিরপুর প্রেসক্লাবকে আরো উন্নত করার লক্ষ্যে আরও কিছু পদক্ষেপ গ্রহন করা হয়েছে। পদক্ষেপগুলো হলো—
*আধুনিক ও ডিজিটাল প্রেসক্লাব গঠন।
*সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ।
*সদস্যদের জন্য সম্পূর্ণ সেবা-সহায়ক কাঠামো তৈরি।
*স্বচ্ছ, দায়িত্বশীল ও সক্রিয় সংগঠন পরিচালনা।
*সমাজ ও গণমাধ্যমে মিরপুর প্রেসক্লাবের শক্তিশালী অবস্থান তৈরি।

