নিজস্ব প্রতিনিধিঃ আজ ২৪শে নভেম্বর ২০২৫ ইং সোমবার, ঢাকা মিরপুর প্রেসক্লাবের জরুরি কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস এম বদরুল আলম। এতে সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিনসহ নির্বাহী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় মিরপুর প্রেস ক্লাবকে একটি আধুনিক, ডিজিটাল ও আন্তর্জাতিক মানের প্রেস ক্লাবে রূপান্তর করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অফিস পরিচালনা, বিভিন্ন কমিটির কার্যক্রম এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়।
সভাপতি এস এম বদরুল আলম তাঁর বক্তব্যে বলেন—
“মিরপুর প্রেসক্লাব শুধু সাংবাদিকদের সংগঠন নয়, এটি মিরপুরের মানুষের আওয়াজ তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। আমরা প্রেসক্লাবকে আধুনিক ও আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে কাজ করছি। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সক্রিয়তা বাড়াতে প্রতিটি কমিটি যেন দায়িত্বশীলভাবে কাজ করে—এটাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আধুনিক অবকাঠামো, প্রযুক্তি সংযোজন, সাংবাদিকদের প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম চালুর ওপর গুরুত্বারোপ করেন।
সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন তাঁর বক্তব্যে বলেন—
“আমাদের প্রেস ক্লাব দ্রুতই একটি ডিজিটাল ও প্রফেশনাল মিডিয়া সেন্টারে রূপান্তরিত হবে। আমরা নতুন আর্কাইভ সিস্টেম, অনলাইন মিডিয়া মনিটরিং, এবং সদস্য সাংবাদিকদের জন্য রেগুলার স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করার পরিকল্পনা করেছি।”
তিনি আরও বলেন, সংগঠনের প্রতিটি সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং প্রেস ক্লাবের ভাবমূর্তি রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্য,
সভায় উপস্থিত সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সহ সভাপতি ওয়ারেস আহমেদ ভূঁইয়া, অর্থ সম্পাদক জি এস জয়, দুলাল হোসেন, মনজুর আহমেদ, মোহাম্মদ মালেক, রশিদ ই মাহবুব, খলিলুর রহমান, মোঃ সোহরাব হোসেন, এম এ গাফফার, এ এম এম নওশাদ ইহসান, শফিকুর রহমানসহ নেতৃবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
তাঁদের বক্তব্যে উঠে এসেছে—
* প্রেস ক্লাবের সদস্যদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা
* নতুন সদস্য সংগ্রহে স্বচ্ছ প্রক্রিয়া প্রবর্তন
* প্রেস ক্লাবে আধুনিক স্টুডিও, নিউজরুম ও সেমিনার হল উন্নয়ন
* সাংবাদিকদের কল্যাণ তহবিল বৃদ্ধি
* মিরপুর অঞ্চলের সংবাদ পরিবেশনকে আরও মানসম্মত করা
* সার্বিকভাবে সভাটি ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং প্রেসক্লাবের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছে।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472