
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকা থেকে আটক ১২ জন ফিলিস্তিনি বন্দিকে তাদের হেফাজত থেকে মুক্তি দিয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) ফিলিস্তিনি বন্দি বিষয়ক মিডিয়া অফিস টেলিগ্রামে এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বলে আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে। মুক্তিপ্রাপ্ত বন্দিদের কেরেম আবু সালেম ক্রসিংয়ে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রতিনিধিদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।
বন্দি মুক্তির এই খবরের পাশাপাশি গাজায় একটি মর্মান্তিক দুর্ঘটনার দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের ছোড়া একটি মর্টার শেল ভুলবশত লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ার কারণে অন্তত একজন ফিলিস্তিনি নাগরিক নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ বুধবার এই সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে উল্লেখ করা হয়েছে যে, ইসরায়েলি সেনাবাহিনী নিজেরাই তাদের এই ভুল শেলিংয়ের কথা স্বীকার করেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, মর্টার শেলটি লক্ষ্যচ্যুত হওয়ার বিষয়টি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং তারা ইতিমধ্যে এর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। তবে গাজায় চলমান পরিস্থিতির মধ্যেও এ ধরনের প্রাণঘাতী যান্ত্রিক বা কৌশলগত ভুল সাধারণ মানুষের জীবনকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অন্যদিকে মুক্তিপ্রাপ্ত ১২ ফিলিস্তিনির পরিচয় বা তাদের আটকের প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
ফোন নাম্বারঃ+880 1819044472