
তালতলী উপজেলায় উৎসবের আনন্দ মিছিল মিষ্টি বিতরণ করেছেন স্থায়ী বিএনপি নেতা কর্মীরা তালতলী মোঃ নজরুল ইসলাম টুটুল
বলছেন উপজেলার ভাইসচেয়ারম্যান উপজেলা বি এন পির সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তক এর বহিষ্কার আদেশ দলীয় কেন্দ্রে থেকে প্রত্যাহার করায়,ছাত্রদল যুবদল সেচ্ছাসেবক দল সহ সকল সংগঠনের মধ্যে একটি নতুন করে প্রাণ তারা ফিরিয়ে পেয়েছে,এবং মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ ফেসিবাদের বিরুদ্ধেে সচ্চার আনন্দোলন সংগ্রাম এ সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।তাই তিনি তরুণদের কাছে মিয়া মোস্তাক হিসেবে আইডল,এবং আওয়ামী লীগ দূর শাসনের সময় তিনি জনগণের ভোট উপজেলা ভাইসচেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তরুণদের জনপ্রিয়তার শীর্ষে এই তরুন মিয়া মোস্তাক,এবং তিনি প্রতিজ্ঞাও করেছেন শহীদ জিয়ার আর্দশের নীতি বুকে নিয়ে জীবন পার করবেন।

