
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উত্তরা পশ্চিম থানার সাবেক সাবেক সদস্য সচিব, সাবেক সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর উত্তরা থানা যুবদলের সাবেক সভাপতি আজমল হুদা মিঠুর বিরুদ্ধে দলের অভ্যন্তরে থাকা একটি কুচক্রী মহলের মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। তারা বলেছেন, দলের প্রতি মিঠুর সীমাহীন ত্যাগ ও অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না।
স্থানীয় নেতাকর্মীদের সূত্রে জানা যায়, আজমল হুদা মিঠু দীর্ঘকাল ধরে বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি উত্তরা পশ্চিম থানা বিএনপির সাবেক সদস্য সচিব এবং বৃহত্তর উত্তরা থানা যুবদলের সাবেক সভাপতি হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ১/১১ সরকারের সময় থেকে নিয়ে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদের সময় দলের কঠিন দুঃসময়ে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। জেল-জুলুম উপেক্ষা করে তিনি দলের আদর্শ ও শহীদ জিয়ার সৈনিক হিসেবে মাঠে সক্রিয় ছিলেন।
তবে সম্প্রতি দলের ভিতরে থাকা কতিপয় ব্যক্তি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে তাকে কোনঠাসা করার চেষ্টা করছেন। এই ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে উত্তরা বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা মন্তব্য করেছেন, “আজমল হুদা মিঠুর মতো ত্যাগী ও পরীক্ষিত নেতার রাজনৈতিক অতীত সোনালী অক্ষরে লেখা। মিথ্যাচার করে সাময়িকভাবে বিভ্রান্তি সৃষ্টি করা গেলেও, তার সেই সোনালী অতীতকে মুছে দেওয়া সম্ভব নয়।”
তারা আরও জানান, এই ধরনের অপপ্রচার দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি করছে এবং এই মুহূর্তে যখন নির্বাচনের দাবীতে সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার প্রয়োজন, তখন দলের অভ্যন্তরীণ কোন্দল উস্কে দেওয়া হচ্ছে। স্থানীয় বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা এই কুচক্রী মহলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং আজমল হুদা মিঠুর পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। তারা দলের হাইকমান্ডের কাছে এই পরিস্থিতি নিরসনে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

