
নিজস্ব প্রতিবেদকঃ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট ও আমদানি–রপ্তানিকারক মোহাম্মদ শাহজাহান এবং তার স্ত্রী ফারজানা আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে এই দুই মামলা দায়ের করেন।
দুদকের তদন্তে উঠে এসেছে, মোহাম্মদ শাহজাহান জ্ঞাত আয়–বহির্ভূত দুই কোটি ৮৩ হাজার ৭৩৪ টাকার সম্পদ নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। নথি যাচাই করে দুদক জানায়, এই সম্পদের উৎস তিনি প্রমাণ করতে পারেননি। এ কারণে তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা করা হয়েছে।
অন্যদিকে, শাহজাহানের স্ত্রী ফারজানা আক্তারের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ পাওয়া গেছে। দুদক জানায়, তিনি তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৫১ লাখ ৯৩ হাজার ৩৪৮ টাকার সম্পদ গোপন করেছেন এবং আরও দুই কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৮৬৮ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। অনুসন্ধানে দেখা যায়, তার মোট সম্পদের পরিমাণ ১৩ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার ৬৮ টাকা হলেও এর মধ্যে বৈধ আয়ের প্রমাণ পাওয়া গেছে মাত্র ১১ কোটি ১৫ লাখ ৪৯ হাজার ২০০ টাকার। ফলে বাকি দুই কোটি ৩২ লাখ ৪৬ হাজার ৮৬৮ টাকা জ্ঞাত আয়–বহির্ভূত বলে প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা রুজু করা হয়েছে।
দুদক জানায়, দীর্ঘ অনুসন্ধান ও নথিপত্র যাচাই–বাছাইয়ের পরই এই দুই মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

