
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন এবি শ্রমিক পার্টির কেন্দ্রীয় সমন্বয়ক শেখ জামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির ঝালকাঠি জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক জামাল হোসেন হাওলাদার, সদস্য সচিব জাহিদুল ইসলাম বশির, এবি শ্রমিক পার্টির জেলা আহ্বায়ক শেখ মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় জেলা প্রশাসক এর সাথে আন্তরিক পরিবেশে ঝালকাঠির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ঝালকাঠি -২ আসনের এবি পার্টির সংসদ সদস্য প্রার্থী শেখ জামাল হোসেন তার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এর পক্ষ থেকে জেলা প্রশাসকে সালাম ও শুভেচ্ছা জানান।

