
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা ১৫ আসনের অন্তর্ভুক্ত ৪ নং ওয়ার্ড এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন। সভায় তিনি এলাকার নানা সমস্যা, নাগরিক ভোগান্তি এবং আগামী দিনের পরিকল্পনা তুলে ধরে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, “ঢাকা-১৫ এ ন্যায়বিচার, উন্নয়ন এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা আমার প্রথম কাজ।” “এলাকার রাস্তাঘাট, পানি–গ্যাস সংকট এবং নিরাপত্তা—এসব সমস্যা সমাধানে জনগণের ম্যান্ডেট পেলে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।” “এই আসনের মানুষ পরিবর্তন চায়, উন্নয়ন চায়, স্বচ্ছ রাজনীতি চায়। আমি আপনাদের সন্তান—আপনাদের সহযোগিতা পেলেই আমরা মিলেই এই পরিবর্তন আনবো।”“দমন-পীড়ন আর মিথ্যা মামলার রাজনীতি বন্ধ করে একটি শান্তিপূর্ণ এলাকাই আমার লক্ষ্য।” “আমি ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করি না—এই এলাকার প্রতিটি মানুষের অধিকার রক্ষা করতে চাই।”
মতবিনিময় সভায় ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ, ব্যবসায়ী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। তারা মিল্টনকে সমর্থন জানিয়ে এলাকার উন্নয়নে তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

