
জুলফিকার আলী জুয়েলঃ গাজীপুরের কাশিমপুরে সেনাবাহিনীর টহল টিমের তথ্যভিত্তিক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) গভীর রাতে মৌচাক আর্মি ক্যাম্পের একটি টহলদল এনায়েতপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে আটক করার মধ্য দিয়ে অভিযানটির সূত্রপাত হয়।
টহল টিমের একজন সদস্য জানান, রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ওই ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজেকে মাদকাসক্ত হিসেবে পরিচয় দেন। দীর্ঘদিন ধরে এলাকার কিছু ডিলারের কাছ থেকে ইয়াবা সংগ্রহের কথা স্বীকার করে তিনি তাদের পরিচয়, অবস্থান ও মাদক লেনদেনের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। এ তথ্যকে গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে সেনাবাহিনী।
প্রথম অভিযান পরিচালিত হয় এলাকার কুখ্যাত ইয়াবা সরবরাহকারী আরিফ হোসেন ওরফে কসাই আরিফের আস্থায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আরিফের ঘনিষ্ঠ সহযোগী মোঃ রুবেল আলম (৪০)–কে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশিতে ৫,৯৯৬ পিস ইয়াবা পাওয়া যায়।
পরবর্তীতে রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে আরেকটি অভিযানে আটক করা হয় মোঃ রাজু আহমেদ (৩২)–কে। তার কাছ থেকেও ২,৩০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দুই অভিযানে মোট ৮,৩০০ পিস ইয়াবা উদ্ধার করে টহল টিম।
স্থানীয় বাসিন্দারা জানান, এনায়েতপুর–কাশিমপুর এলাকায় বেশ কিছুদিন ধরেই মাদক ব্যবসায়ীদের তৎপরতা বেড়ে যাওয়ায় তারা উদ্বেগে ছিলেন। সেনাবাহিনীর এই সফল অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে বলে জানান একাধিক বাসিন্দা।
মৌচাক আর্মি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন মেজর ইব্রাহীম আব্দুল্লাহ আসাদ। আটক দুই ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়ার জন্য কাশিমপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এক কর্মকর্তা বলেন, “মাদকচক্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দের সহযোগিতা পেলে আরও শক্তিশালীভাবে কাজ করা সম্ভব।
এদিকে কাশিমপুর থানা পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

