
নিজস্ব প্রতিবেদকঃ মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে মিরপুর প্রেসক্লাব। মঙ্গলবার সকালে মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরী পত্রিকার সম্পাদক তালুকদার রুমী, সভাপতি (ভারপ্রাপ্ত) ও দৈনিক সবুজ বিপ্লব পত্রিকার সম্পাদক এস এম বদরুল আলম, সাধারণ সম্পাদক ও দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তালুকদার রুমী বলেন,
“১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির মেধাবী সন্তানদের হত্যা করেছিল। শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন আমাদের জাতির বিবেক। তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন দেশে মুক্তভাবে কথা বলতে পারছি। সাংবাদিক সমাজের দায়িত্ব হলো তাদের আদর্শ ধারণ করে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকা।”
সভাপতি (ভারপ্রাপ্ত) এস এম বদরুল আলম বলেন,
“শহীদ বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র চালানো হয়েছিল। কিন্তু তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আজও আমাদের পথ দেখায়। মিরপুর প্রেসক্লাব শহীদদের চেতনাকে ধারণ করে গণমাধ্যমের স্বাধীনতা ও দেশপ্রেমে অটল থাকবে।”
সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন তার বক্তব্যে বলেন,
“শহীদ বুদ্ধিজীবীরা শুধু ইতিহাসের অংশ নন, তারা আমাদের চলার পথের প্রেরণা। তাদের স্মরণ মানেই মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। সাংবাদিকদের উচিত সত্য, মানবতা ও দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখা।”
এ সময় আরও উপস্থিত ছিলেন মানবাধিকার বিষয়ক সম্পাদক ও ডিএসটিভির সম্পাদক সায়মন, সহ-সভাপতি খাইরুল ইসলাম, দপ্তর সম্পাদক এমএ গাফ্ফার, সহ অর্থ সম্পাদক এম এ মালেক, সহ সম্পাদক জাকির হোসেন মোল্লাসহ মিরপুর প্রেসক্লাবের অসংখ্য নেতৃবৃন্দ।
শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

