
নিজস্ব প্রতিবেদকঃ আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা জানালো জাতীয় পার্টি।
শ্রদ্ধা জানানোর পর তিনি বলেন, একটি জাতির বুদ্ধিভিত্তিক সত্তাকে বিনষ্ট করার জন্য আমাদের মহান বিজয়ের মাত্র ২ দিন আগে এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী লিস্ট করে করে আমাদের বুদ্ধিজীবিদের হত্যা করেছে । আমরা সেই সব বুদ্ধিজীবিদের গভীর শ্রদ্ধা জানাই পাশাপাশি আমরা আশা করি যে বৈষম্যের বাংলাদেশের জন্য তাঁরা জীবন দিয়েছে অচিরেই তা দূর হোক, অচিরেই দেশে একটি সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক- বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াক- এটাই আমরা প্রত্যাশা করি।
এক প্রশ্নের জবাবে শামীম হায়দার পাটোয়ারী বলেন, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে, ৭১ কে বাদ দিয়ে কোন চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। এই প্রজন্মের তরুনদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি তোমরা তোমাদের দেশকে ভালোবাসতে চাও তাহলে অবশ্যই মুক্তিযুদ্ধকে ভালোবাসতে হবে, ৭১ কে ভালবাসতে হবে এবং অবশ্যই ৭১ এর চেতনাকে লালন করতে হবে, ধারন করতে হবে। ৭১ বা মুক্তিযুদ্ধ বিরোধী কোন শক্তি বাংলাদেশের জন্য কখনোই মঙ্গল বয়ে আনতে পারবে না।

