
মাসুদ মৃধা স্টাফ রিপোর্টার :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। এই প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন। এডভোকেট নিপুন রায়চৌধুরী সভাপতি দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি তার নির্দেশনা অনুযায়ী মোঃ আক্তার হোসেন দিনরাত মাঠে থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিচ্ছেন। এলাকাবাসীর সঙ্গে সরাসরি কথা বলে তিনি বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের রাজনৈতিক জীবন, আন্দোলন-সংগ্রামে ভূমিকা এবং ঢাকা-৩ আসনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন।
এ সময় মোঃ আক্তার হোসেন বলেন, “ঢাকা-৩ আসনের জনগণ পরিবর্তন চায়। বাবু গয়েশ্বর চন্দ্র রায় একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তাঁর নেতৃত্বেই এই এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।” তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক দল সব সময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছে এবং আগামীতেও গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় থাকবে।
প্রচারণা চলাকালে থানা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রচার কার্যক্রমে অংশ নেন। নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনী মাঠে নেতাকর্মীদের এই সক্রিয় উপস্থিতি এলাকায় নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। তারা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জনগণের রায়ে একজন যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি নির্বাচিত হবেন।
উল্লেখ্য, ঢাকা-৩ আসনকে ঘিরে বিএনপির নির্বাচনী প্রস্তুতি এখন তুঙ্গে। দলের নেতাকর্মীরা বিশ্বাস করেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও গণসম্পৃক্ততার মাধ্যমেই বিজয়ের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

