
বিশেষ প্রতিনিধিঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আওতাধীন “আরবান রেজিলিয়েন্ট টাউন ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP) এর কনসালটেন্ট নুরুল আমীন তালুকদার জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার নির্বাহী সম্পাদক টুটুল হুমায়ুন কে মোবাইল ফোনে হুমকি দেওয়ার খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত আর ইউ টি ডি পিতে অনিয়ম, নারী প্রেমে বেপরোয়া কনসালটেন্ট নুরুল আমীন তালুকদার শিরোনামে জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার প্রথম পাতায় ২৮ ডিসেম্বর সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদ দেখে কনসালটেন্ট নুরুল আমীন তালুকদার যেন তেলে বেগুনে জ্বলে উঠে। পরবর্তীতে তিনি পত্রিকার নির্বাহী সম্পাদক টুটুল হুমায়ুন কে বিভিন্ন ধরনের হুমকি সহ উনার নামে মামলা করবেন বলে শাসায়।
কনসালটেন্ট নুরুল আমীন তালুকদারের এহেন আচরণ দেখে গণমাধ্যম কর্মীদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। উপস্থিত সাংবাদিকগন এখন নুরুল আমীন তালুকদারের ব্যাপারে কেঁচো খুড়তে সাপ বের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

