
নিজস্ব প্রতিবেদকঃ মানবসেবায় অনন্য অবদান ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ মিরপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন-কে “মানবতার পুরস্কার” প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি এই সম্মাননা প্রদান করে।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁদের বুকে সম্মাননার পিন পরিয়ে দেন মিরপুর প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরী পত্রিকার সম্পাদক তালুকদার রুমী এবং হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় পরিচালক ও ঢাকা বিভাগীয় সভাপতি সাইমন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশন নয়—মানবতার পক্ষে দাঁড়ানো, নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হওয়াই প্রকৃত সাংবাদিকতার মূল দর্শন।এস এম বদরুল আলম ও শিহাব উদ্দিন তাঁদের পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবিক কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তাঁদের নেতৃত্বে মিরপুর প্রেস ক্লাব সাংবাদিকদের অধিকার রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। এই মানবতার পুরস্কার শুধু দু’জন ব্যক্তির নয়, বরং মিরপুর প্রেস ক্লাবের সামগ্রিক মানবিক চেতনারই স্বীকৃতি—এমন মন্তব্য করেন অতিথিরা।
পুরস্কার গ্রহণকালে এস এম বদরুল আলম ও শিহাব উদ্দিন বলেন, এই সম্মাননা তাঁদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও তাঁরা সাংবাদিকতার নৈতিকতা বজায় রেখে মানবতার পক্ষে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা এই উদ্যোগকে সাধুবাদ জানান।

