
বিশেষ প্রতিনিধিঃ এলজিইডি’র অতিরিক্ত দায়িত্বে থাকা ল্যাব টেকনিশিয়ান সাব এসিস্ট্যান ইঞ্জিনিয়ার মো: জেমস জাবেদ এর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, দৃষ্টি নন্দন প্রকল্পের এক আদেশে প্রকল্প পরিচালক মো: বারেক হাওলাদার এর অধীনস্থ থেকে সংযুক্তির মাধ্যমে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য ঢাকা জেলার এলজিইডি অফিসে ল্যাব টেকনিশিয়ান হিসেবে যুক্ত হন। নিম্নমানের কাজ ও অতিরিক্ত বিল প্রদান সংক্রান্ত অভিযোগ উঠেছে এসএই জাবেদের বিরুদ্ধে।
জানা যায়, দূর্নীতিতে সিদ্ধহস্ত জাবেদ টাকার বিনিময়ে উপরের মহল ম্যানেজ করেই ঢাকা জেলার ল্যাব টেকনিশিয়ান হিসেবে দায়িত্ব নেন। সূত্রমতে জাবেদের দূর্নীতির কারণে দূর্নীতি না করেও অহেতুক ফেঁসে যেতে পারেন উর্ধতন কর্তৃপক্ষ।
জানতে চাইলেন এসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার জাবেদ প্রতিবেদকে বলেন, এলজিইডিতে অন্যান্যরা যেমনটি করে আমিও তাই করেছি। পারলে আমাকে নিয়ে ফাঁসিতে ঝুলান। এ বলে তিনি কল কেটে দেন। তাছাড়া তিনি সিহরন নামক এক সাংবাদিকের পরিচয় দিয়ে ঐ সাংবাদিকের সাথে কথা বলতে বলেন।

