
নিজস্ব প্রতিবেদকঃ “আমাদের কয়েকজন সদসস্যের আপীল না মঞ্জুর হলেও নির্বাচন কমিশনের আপীল শুনানী বিভাগের উপর আমরা সন্তুষ্ট। আমরা আরো আশা করি নির্বাচন কমিশন যেন শেষ পর্যন্ত এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে- এই কথা বলেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও আপীল সহায়তা কমিটির সদস্য সচিব এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া।
জনাব রেজাউল ইসলাম ভুঁইয়া আরো বলেন, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বহুদলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নাই। দেশ আজ খাদের কিনারে আছে উল্লেখ করে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ন ভাবে ক্ষমতা হস্তান্তের মা্ধ্যমে দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে।
রবিবার ১৮ জানুয়ারী, ২০২৬ নির্বাচন কমিশনের আপীল বিভাগে জাতীয় পার্টির আপিল সহায়তা কমিটির সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া।
আপীল কার্যক্রম শেষে তিনি জানান, আজকের শেষ দিনের আপীলের শুনানীতে জাতীয় পার্টির ৪ জন প্রাথীর শুনানী ছিলো। ৪ জনের মধ্যে আপীল শুনানী বিভাগ ৩ জনের মনোনায়ন বৈধ ঘোষনা করেছেন এবং ১ জনের আপীল খারিজ করেছেন।
প্রার্থী তালিকা হচ্ছে নিম্নরুপ
১) মোঃ রোহান চৌধুরী
নিলফামারী-০৩
আপিল নং- ৪১৯ ( মঞ্জুর)
২) লিয়াকত আলী
জাতীয় আসন নং- ১৩৪
টাংগাইল-৪ (মঞ্জুর)
৩) মাহমুদুল হক মনি
জাতীয় আসন নং -১৪৩
শেরপুর-১ (মঞ্জুর)
৪) বেলাল চৌধুরী
জাতীয় আসন নং- ১৪৪
শেরপুর-২ ( না মঞ্জুর)
আপিল সহায়তা কমিটির সদস্য সচিব এ্যাড. মোঃ রেজাউল ইসলাম ভূঞা ছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী , শাহীন, হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরু, সোহেল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো: সোলায়মান সামি, মো: হিলটন প্রামানিক, যুবনেতা মনির হোসেন মনির প্রমূখ।

